টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ আর এক দিন পরেই কালীপুজো। তার আগে বিভিন্ন মন্ডপে উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে পড়েছে পুজো মন্ডপগুলি। কিন্তু তার আগেই ঘটল অঘটন। কেউ বা কারা বৃহস্পতিবার গভীর রাতে প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পুজো কমিটির। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ বাজারে কালীপুজোর মন্ডপ তৈরি হয়েছিল। আর সেই মন্ডপে শনিবার উদ্বোধন করার কথা বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষের। কিন্তু, তার আগেই কিছু দুষ্কৃতি মন্ডপে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
Home District News - Navigating Local Stories দিলীপ ঘোষের উদ্বোধনের আগেই পুজো মন্ডপে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ