১৫০ বছরে পড়ল জয়রামপুরের কালীপুজো

0
23

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গ্রামে দুর্গা পুজো না হওয়ায়, এক বছর অপেক্ষায় থাকা গ্রামের মানুষজনেরা প্রায় ২৪ ফুট উচ্চতার প্রতিমাকে কেন্দ্র করে কালীপুজোয় মেতে ওঠে মন্তেশ্বর ব্লকের জয়রামপুর গ্রাম। পুজো উপলক্ষে দেবীকে সাজানো হয় সোনা-রুপোর গহনা দিয়ে। পুজো চলে ৬ দিন ধরে। পুজো কমিটির উদ্যোক্তারা অশোক দত্ত, দেবীপ্রসাদ পাইন, অভিজিৎ ব্যানার্জী-রা জানান, ১৫০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। এই ঐতিহ্যবাহী পুজোর ইতিহাস খুঁজতে গ্রামবাসীদের কাছ থেকে জানা গেল ১৫০ বছর আগে জয়রামপুর গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত বন্দ্যোপাধ্যায়, অমৃতলাল গড়াই-দের মত কয়েকজনের উদ্যোগে নিজেরাই ৮ হাত উচ্চতার কালী মূর্তি তৈরি করে পুজো শুরু হয়। তারপর থেকে দেবীর মূর্তির দৈর্ঘ্য বাড়তে থাকে, বর্তমানে তা ২৪ ফুট।

শিল্পীর নিখুঁত ছোঁয়ায় লোহার চাকার ওপর মন্দিরের ভিতরে তৈরি হয় প্রতিমা। শিবের দৈর্ঘ্যও থাকে প্রায় ২১ ফুট। মাঝরাতে তান্ত্রিক মতে পূজা হয় এখানে। পূজা উপলক্ষে ৬-৭ দিন ধরেই যাত্রা, বাউল সহ নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। পুরুষদের সঙ্গে গ্রামের মেয়েরাও এই পুজোয় অংশগ্রহণ করে। পুজো উপলক্ষে গ্রামের প্রত্যেক বাড়িতে আসে আত্মীয়-স্বজন। পাশাপাশি মেলাও বসে। গ্রামবাসীদের কাছে আরও জানা যায়, এই দেবী খুব জাগ্রত, দেবীর কাছে মানত করলে তা পূরণ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here