টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রতি বছরের ন্যায় এবারও ছট পুজো উপলক্ষে বর্ধমান-২ ব্লকের গাংপুর এলাকায় হিন্দি ভাষাভাষীর মানুষজন পুজোর আয়োজন করেন। প্রতি বছর কালী পুজোর কিছুদিন পরেই তিথি অনুযায়ী এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। এবারও ছট পুজো উপলক্ষে রবিবার বিকালে গাংপুরের দিঘিরপাড় বালি পুকুরে ভিড় ছিল চোখে পড়ার মত। গাংপুরের আশপাশের থেকে দর্শনার্থীরা এখানে ভিড় করেন পুজো দিতে এবং দেখতে। এদিন বিকেলে সূর্য অস্ত যাওয়ার আগে তারা সূর্য প্রণামের মধ্য দিয়ে ছট উৎসবে ছটি মাতার পুজো সারেন।

পাশাপাশি কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য শক্তিগড় থানার পক্ষ থেকে কড়া নজরদারি ব্যবস্থা থাকে। ছট পুজোর আগে গাংপুর দিঘিরপাড় অ্যাথলেটিক ক্লাব ও বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গাংপুর এই পুকুর ঘাট সংস্কার করা হয় এবং গাংপুর দিঘিরপাড় অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় এই ছট পুজোর আয়োজন করা হয়। রবিবার বিকালে এই ছট পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বর্ধমান বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জী, বৈকুন্ঠপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আজাদ রহমান সহ আরও অনেকে।