বাইক চুরি চক্রে জড়িত অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ

0
30

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বাইক চুরি চক্রে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত শরিফ মণ্ডল ওরফে রানা মন্তেশ্বর ব্লকের দীঘনগর এলাকার বাসিন্দা। অপরজন শেখ সাদ্দাম মঙ্গলকোটের ঝিলু এলাকার বাসিন্দা। থানা সূত্রে জানা যায়, বুধবার মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজার এলাকায় নাদনঘাট থানার অর্জুন পুকুর এলাকার কাসেম শেখ নামে এক ব্যক্তি বাইক রেখে দোকানে যাওয়ার পর দোকান থেকে ফিরে এসে দেখেন তার বাইকটি নেই‌। অনেক খোঁজাখুঁজি করার পর বাইকটি না পেয়ে, ওই ব্যক্তি মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন। তারপর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনায় জড়িত হিসাবে সাদ্দাম-কে চিহ্নিত করে।‌ খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে সাদ্দাম দীঘনগর এলাকায় শরিফ-এর বাড়িতে গা ঢাকা দিয়েছে। বুধবার রাতেই মন্তেশ্বর থানার পুলিশ দীঘনগর শরিফের বাড়ি থেকে শরীফসহ শেখ সাদ্দামকে গ্রেফতার করে। ধৃতদের বৃহস্পতিবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here