দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ দুর্ঘটনার কবলে বিডিওর গাড়ি । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতনা ব্লকের বিদনা হাই স্কুলের সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িতে ছিলেন পুরুলিয়ার কাশীপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রিম দাস ও তার স্ত্রী রীতা বিশ্বাস এবং তাঁর শ্বশুরমশাই। আরও জানা গিয়েছে, কাশিপুর থেকে বাঁকুড়া আসছিল ওই চারচাকা গাড়িটি। হঠাৎই ওই গাড়িটি বিদনা হাই স্কুলের সামনে বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ। এই পথ দুর্ঘটনায় আহত হন সমষ্টি উন্নয়ন আধিকারিকের স্ত্রী রিতা বিশ্বাস। তড়িঘড়ি আহতকে উদ্ধার করে বাঁকুড়ার এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।