Breaking News

নবান্ন অভিযানে ভাঙলো ব্যারিকেড, সাঁতরাগাছিতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস

টুডে নিউজ সার্ভিসঃ ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে মঙ্গলবার নবান্ন অভিযান। তবে গতকাল অভিযোগ করা হয়েছিল পুলিশের কাছে নাকি কোনোরকম কোনো অনুমতি নেওয়াই হয়নি। সেকারনেই আজকের এই আন্দোলনকে ‘বেআইনি’ বলে করেছিল কলকাতা পুলিশ।
নবান্ন অভিযানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অভিযানে অশান্তি রুখতে প্রায় চার হাজার পুলিশ নামানো হয়েছে। রবার বুলেট, জলকামান, কাঁদানে গ্যাসের বন্দোবস্তও করা হয়েছে।
বৃষ্টিকে উপেক্ষা করেই হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন।

পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরীর পাশাপাশি নামানো হবে পুলিশ, র‍্যাফ এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখ গুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে। এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে।
আজ সকালে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে, হাওড়া ময়দানের কাছে দেখা গেল ব্যারিকেড তৈরীর কাজ পুরোদমে চলছে। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ব্যারিকেড তৈরির কাজ দেখভাল করছেন।
সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হচ্ছে। নবান্নের আশপাশে গলির মুখগুলোও ঘিরেও ফেলা হচ্ছে ব্যারিকেড দিয়ে। থাকছে জলকামান এবং ড্রোনের ব্যবস্থা।
তৃণমূলের একাংশের অভিযোগ, বিজেপি আজকের নবান্ন অভিযানে মিশে গিয়ে একটা অপ্রতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাই এই মিছিল প্রত্যাখ্যানের আহ্বান ‘রাত দখল’ কর্মসূচির মহিলা বাহিনীর।
সাংবাদিক বৈঠক করে রাজ্যের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, ‘‘নবান্নের ওই অভিযানে মহিলা এবং ছাত্রদের সামনে রেখে পিছন থেকে অশান্তির পরিস্থিতি তৈরি করা হতে পারে বলে খবর পেয়েছি আমরা। পুলিশকে বলপ্রয়োগে উস্কানি দিতেই এটা করা হবে।’’
সড়কপথ ছাড়াও অনেক যাত্রীই মেট্রো ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয় অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ভিড় রয়েছে মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে অতিরিক্ত ভিড়ের কারণে এসপ্ল্যানেডমুখী বহু মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করা সম্ভব হচ্ছে না।
সাঁতরাগাছিতে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে তুমুল খন্ড যুদ্ধ। সাঁতরাগাছিতে তীব্র উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে চলে আরো প্ল্যাকার্ড লাঠি। সাঁতরাগাছিতে ব্যারিকেড টপকানোর চেষ্টা। পুলিশের ব্যারিকেড ভাঙলেন প্রতিবাদীরা। সাঁতরাগাছিতে ব্যারিকেডে উঠে প্রতিবাদ। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র সাঁতরাগাছি।
নবান্ন অভিযানের আগে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ে। সাঁতরাগাছিতে পুলিশ গার্ডরেল দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দিল।
নবান্নে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টা নাগাদ রাজ্যের প্রধান সচিবালয় নবান্নে পৌঁছন তিনি।
নবান্ন অভিযানকে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। তিনি বলেন, “কিসের অরাজনৈতিক আন্দোলন? উদ্যোক্তারা নিজেরা স্বীকার করে নিয়েছেন তাঁরা আরএসএস। তার পরেও কারা এটাকে অরাজনৈতিক আন্দোলন বলছেন।”

About Prabir Mondal

Check Also

সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখতে শহরের রাস্তায় নামলেন পরিবহণমন্ত্রী

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ পর্যাপ্ত সরকারি বাস চলছে কি না, তা দেখতে সরজমিনে পরিবহন ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *