টুডে নিউজ সার্ভিসঃ বিপুল পরিমান প্রাপ্য অর্থ না মেলায় ধুঁকছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা এমএসএমই। খেলাপ হচ্ছে আইনের। নরেন্দ্র মোদীর দ্বিতীয় সরকারের সময়ই আইন করে কেন্দ্র জানিয়ে দিয়েছিল, কোনও বড় সংস্থা যদি অর্ডার রিলিজের ৪৫ দিনের মধ্যে ছোট সংস্থার বকেয়া না মেটায়, তাহলে তারা আয়কর আইনে ছাড় পাবে না। কিন্তু, আশ্চর্যের বিষয় হল, কেন্দ্র নিজেই ছোট শিল্প সংস্থা থেকে কোটি কোটি টাকার জিনিস কিনে তার বিল মেটাচ্ছে না।
তথ্য বলছে, দেশের নানা প্রান্তে প্রায় ৪ হাজার ৩০০ ছোট শিল্প সংস্থার টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক বা তাদের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই তালিকায় আছে রেলও। আটকে রাখা এই টাকার অঙ্ক ৩ হাজার ২০০ কোটিরও বেশি।
নানা অজুহাতে দেশের ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্পের বকেয়া অর্থ তারা আটকে দিচ্ছে। যার ফলে নতুন করে লগ্নিতে টান পড়ে ছোট সংস্থাগুলির। কমতে থাকে কার্যকরী মূলধন। শিল্পমহল বলছে, দিনের পর দিন প্রাপ্য না মিটিয়ে খোদ সরকারই যেখানে বকেয়ার পাহাড় তৈরি করেছে, সেখানে এই আইন প্রহসন ছাড়া কিছুই নয়।
Social