রাম নবমীর মিছিলে অস্ত্রের আঘাতে আহত ২ সাংবাদিক

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাম নবমীর মিছিলে অস্ত্রের আঘাতে আহত দুই সাংবাদিক। বুধবার রাম নবমী উপলক্ষে বর্ধমান শহরে বিজেপি এবং তার শাখা সংগঠনের পক্ষ থেকে রাম নবমীর মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল বর্ধমান শহর পরিক্রমা করে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে মিছিল এলে বেশ কয়েকজন সাংবাদিক পেশাগত কারণে সেই মিছিলের ছবি করতে যায়। সেই সময় হঠাৎই কোনো এক ভারী বা ধারালো বস্তুর আঘাত লাগে সাংবাদিক বিপুন ভট্টাচার্যের মাথায় ও সাংবাদিক সঞ্জয় কর্মকারের কপালে। ঘটনাস্থলে রক্তাক্ত হন সাংবাদিক বিপুন ভট্টাচার্য, তার মাথা থেকে গল গল করে রক্ত পড়তে থাকে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায়। অপরদিকে ছবি তোলার সময় লোহার রডে আঘাত পান সাংবাদিক সঞ্জয় কর্মকার। বিপুন ভট্টাচার্যের থেকে সঞ্জয় কর্মকারের আঘাত ছিল কম, রক্তপাত না হলেও কপাল ফুলে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য হাইকোর্টের নির্দেশে রাম নবমীর মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্রশস্ত্র এবং ডিজে ব্যবহার করতে পারবেন না এমনি নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কার্যত দেখা গেছে তার বিপরীত। প্রচুর অস্ত্র তরোয়াল, টাঙ্গি, লোহার রড নিয়ে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাম নবমীর মিছিল করলো উদ্যোক্তারা। যদিও বর্ধমান থানার পুলিশ এক অংশগ্রহণকারীর কাছ থেকে একটি তরোয়াল বাজেয়াপ্ত করে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *