সোম রানা, নয়াদিল্লিঃ কৃষি আইন, কুস্তি ফেডারেশন বিতর্কের পর এবার “হিট অ্যান্ড রান” সংক্রান্ত নয়া আইনের প্রতিবাদে সোমবার থেকে দেশজুড়ে চলছে তিনদিনের ট্রাক ধর্মঘট। তার জেরে যে কোনো সময় জ্বালানি সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা চরমে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হতেই বিবেচনার বার্তা দিয়ে পিছু হটল কেন্দ্রীয় সরকার। ভারতীয় ন্যায় সংহিতার নয়া আইনে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে শাস্তির যে বিধান রাখা হয়েছে দুর্ঘটনার পর চালক যদি পুলিশকে না জানায় বা পালানোর চেষ্টা করে, তাহলে ১০ বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।
এই আইনকে ঢাল করে অকারণ পুলিশি হেনস্তা এবং জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন চালকরা। এর প্রতিবাদেই ধর্মঘট। মঙ্গলবার রাতে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রক। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, সরকার এখনও ন্যায় সংহিতা আইন কার্যকর করেনি। ভবিষ্যতে তা কার্যকর করার আগে নির্দিষ্ট ধারাটি নিয়ে বিবেচনা করা হবে। প্রয়োজনে আইনের ওই অংশ সংসদে সংশোধন করা হবে। এরপরেই ধর্মঘট প্রত্যাহার হয়।