টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অষ্টমীর দিন ভাগীরথী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ মামা ও ভাগ্নে। সোমবার সন্ধ্যে নাগাদ বর্ধমানের কালনার ধাত্রীগ্রাম এলাকায় একটি ভাটা সংলগ্ন ঘাটে সঞ্জু বসাকের দেহ মেলে।
অপরজনের দেহ মঙ্গলবার দুপুরে কালনার মিলেটারি ঘাট সংলগ্ন এলাকায় অভ্র বসাকের দেহ মেলে। দেহ দুটি উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
Social