টুডে নিউজ সার্ভিস, নদিয়া: জামাইষষ্ঠীর সকালে গৃহবধূর মৃতদেহ উদ্ধার পাট ক্ষেত থেকে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গী রেল গেটের পাশে পাটের জমিতে। যদিও মৃত মহিলার পরিচয় এখনো পায়নি কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।
রবিবার সকালেগ্রামের লোক জন ভোর বেলায় দেখে রাস্তার ধারে পাটের জমিতে এক মহিলার মৃত দেহ পড়ে আছে। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশে একটি মোবাইল ও একটি মাজদিয়ার সোনার দোকানের একটি ব্যাগ এবং পায়ের চটি জোড়া পড়েছিল। মৃত মহিলার আনুমানিক বয়স ৩০ বছর।
মৃতদেহের পাশে রক্ত এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি উদ্ধারের পর পুলিশ তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি মোবাইল ফোন এবং সোনার দোকানের যে ব্যাগটি পাওয়া গেছে তা ধরে মৃত মহিলার মৃত্যুর তদন্ত শুরু করেছে।