Breaking News

ভাষাহীনদের মাঝে ভাষা খোঁজার চেষ্টা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষ্যে ভাষাহীনদের ভাষা খোঁজার চেষ্টা করল বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার তরফে বর্ধমান শহরের আলিশায় ডঃ শৈলেন্দ্রনাথ মুখার্জী মূক বধির স্কুলে শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজিত হল এক অঙ্কন প্রতিযোগিতা। মূক ও বধির ছাত্রছাত্রীরা রঙ তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলল তাদের মনের ভাষা। অনেকে আঁকল পশু পাখির সাথে মানুষের ছবি যা স্পষ্ট করল অবলাদের ভাষা না বুঝেও এক অজানা ভাষায় ভাব বিনিময় করা যায়, যা চোখের ভাষা, মনের ভাষা।

স্কুলের প্রধান শিক্ষিকা স্তুতি দেবী বলেন, “এমন অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্থাকে অনেক ধন্যবাদ, এমন অনুষ্ঠান স্কুলের বাচ্চাদের অনেক সহজ ও সাবলীল করে তুলবে।” সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, “মোবাইলের দাপটে আজ চোখের ভাষা, মনের ভাষা হারিয়ে যেতে বসেছে, নষ্ট হচ্ছে এক ছাদের নিচে থাকা সম্পর্কগুলোও। মানুষ আজকাল বোঝে কেবল রিলসের ভাষা। এই অবস্থায় কেবল ইশারায় কথা বলতে সক্ষম বাচ্চাদের মধ্যে এমন অনুষ্ঠান আয়োজন করে সোসাইটি আদিম যুগ থেকে চলে আসা সেই ভাষাকে তুলে ধরতে চাইল যা দেশ, কাল, ধর্ম, রাজনীতির  ঊর্ধে বোঝে কেবল ভাব বিনিময়।” এদিনের অনুষ্ঠানে সংস্থার তরফে প্রতিটি বাচ্চাকে উপহার ও টিফিন দেওয়া হয় এবং প্রতি বিভাগ থেকে তিনজন করে মোট ১২ জনকে অভিজ্ঞান ও শংসাপত্র দেওয়া হয়।

About Prabir Mondal

Check Also

কল আছে জল নেই! আর সারানোও হবে না জানিয়ে দিল পঞ্চায়েত, চরম সমস্যায় দুর্গাপুর

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দীর্ঘ প্রায় এক বছর ধরে গ্রামের পানীয় জলের কলগুলো খারাপ হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *