টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ভিন রাজ্যে নার্সের কাজে গিয়ে দুর্গাপুরের যুবতীর রহস্য মৃত্যু। মহিলা হোস্টেল থেকে উদ্ধার পচা গলা দেহ, পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। মৃতার নাম বিউটি রানা (৩০)। জানা গেছে, তিন বছর ধরে ঝাড়খণ্ডের দেওঘরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতো সে। গত বছর ডিসেম্বর মাসের ২১ তারিখ বিউটির সাথে শেষ যোগাযোগ হয়েছিল পরিবারের। তারপর থেকে কোন যোগাযোগ না হওয়ায় চিন্তিত হয়ে পড়ে পরিবার-পরিজনেরা। গত শুক্রবার বিউটির বাবা পরেশ রানা দেওঘরের মহিলা হোস্টেলে গিয়ে বিউটির রুমে যান সেখানে গিয়ে দেখেন বিউটির পচা গলা দেহ পড়ে আছে গোটা ঘটনার তদন্ত শুরু করে ঝাড়খন্ড পুলিশ। পাঁচ বছর আগে বিউটি রানার বিয়ে হয় চার বছরের একটি সন্তানও রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
