টুডে নিউজ সার্ভিসঃ ‘ভুয়ো’ বিদেশি ডিগ্রি ব্যবহারে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে দু’বছরের জন্য সাসপেন্ড শান্তনু সেন। দুবছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন। তার বিরুদ্ধে বিদেশ থেকে ভুয়া ডিগ্রি আমদানি করার অভিযোগ ছিল।তার তদন্ত করে প্রমাণিত হয়েছে যে তার ডিগ্রি ভুয়া।ফলতঃ তাকে দুবছরের জন্য সাসপেন্ড করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল।কোনো রোগী দেখতে পারবেন না শান্তনু সেন। ডিগ্রি নিয়ে ধোঁয়াশা থাকার জন্য ডাক্তার শান্তুনু সেনকে নোটিস করেছিল মেডিক্যাল কাউন্সিল।শান্তুনু সেনের প্রফেশনাল লেটারহেডে এফআরসিপি (গ্লাসগো) ডিগ্রি ব্যবহার করা হলেও তা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রার্ড নেই।।ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট এর সেকশন ২৬ অনুযায়ী যে কোনও ডিগ্রি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত করা বাধ্যতামূলক। প্রমাণ হিসেবে মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের কাছে যে সার্টিফিকেট ডা. শান্তনু দেখিয়েছেন।
সেখানে দেখা যাচ্ছে আদতে ডাঃ সেনের সার্টিফিকেটে ডিপ্লোমা অফ ফেলোশিপ এফআরসিপি (গ্লাসগো)।
কিন্তু লেটারহেডে কোথাও লেখা নেই এই ডিপ্লোমা অফ ফেলোশিপ বিষয়টি।
লেটারহেডে কোথাও লেখা নেই ডিপ্লোমা অফ ফেলোশিপ এফআরসিপি (গ্লাসগো)। তার জায়গায় শুধুমাত্র লেখা আছে এফআরসিপি (গ্লাসগো)। এই ব্যাপারে শান্তুনু সেন সংবাদ মাধ্যেেমর প্রতিনিধিদের জানিয়ে তিনি আদালতে যাচ্ছেন , তাকে অন্ধকারে রেখে এক তরফা সিদ্ধান্ত নেই হয়েছে । তার কাছে বৈ
‘ভুয়ো’ বিদেশি ডিগ্রি ব্যবহারে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে দু’বছরের জন্য সাসপেন্ড শান্তনু সেন

Leave a Comment