টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ আফিম পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। অভিযুক্তের কাছ ৫ কেজি আফিম উদ্ধার করেছে রাজ্য এসটিএফ। ধৃত যুবকের নাম শেখ ইয়াম্মুদিন, সে বীরভূমের দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা। বাজেয়াপ্ত ৫ কেজি আফিম যার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এসটিএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের সিটিসেন্টার চার্চের সামনে একটি চারচাকা গাড়িতে শেখ ইয়ামুদ্দিন আরেকজনকে আফিম পাচার করার জন্য গাড়ি নিয়ে দাঁড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ হানা দেওয়া হয় এবং আফিম সহ ইয়ামুদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করে ও ৫ কেজি আফিম বাজেয়াপ্ত করে। ধৃত যুবক ঝাড়খন্ড থেকে আফিম নিয়ে এসে এ রাজ্যে পাচার করত বলে জানা যাচ্ছে। ধৃতকে দুর্গাপুর থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ। শুক্রবার মাদক মামলায় ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ।
