টুডে নিউজ সার্ভিসঃ রাজ্যজুড়ে এসএসসি মামলায় চাকরিহারা শিক্ষকদের বুধবার ডিআই অফিস অভিযান। সেই কর্মসূচীকে ঘিরেই উত্তপ্ত কসবা। কসবায় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। পুলিশি ব্যারিকেড টপকে ডিআই অফিসের ভিতরে প্রবেশের চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ আর চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে হয়। শুরু হয় শিক্ষকদের ওপরে লাঠিচার্জ।
বিক্ষোভকারীদের অভিযোগ, মহিলা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বেধড়ক মারা হয়েছে চাকরিহারাদের। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষক।