দেবনাথ মোদক, বাঁকুড়াঃ রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ক্রমেই। সম্প্রতি কলকাতায় বাস থেকে ‘জয় শ্রী রাম’ পতাকা খুলে ফেলার ঘটনায় প্রতিবাদ জানাতে শনিবার বাঁকুড়ার দুর্লভপুর-বড়জোড়া রাস্তায় এক বিতর্কিত ঘটনার সাক্ষী রইল জনতা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত অগস্তি একটি ডাম্পার জোর করে দাঁড় করিয়ে তার উপরে উঠে, গাড়িটির সামনের কাঁচে চেটানো আছে ইসলামিক সংস্কৃতির প্রতীক, তারই পাশে ‘জয় শ্রী রাম’ পতাকা বেঁধে দেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় সেখানে বেশ কিছু বিজেপি কর্মীও উপস্থিত ছিলেন। তাঁরা স্লোগান দিতে থাকেন এবং গোটা ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কলকাতায় এক বাসচালককে জোর করে ‘জয় শ্রী রাম’ পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত অগস্তি।