টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ পানাগড়ের রহস্যজনক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ইভেন্ট ম্যানেজার যুবতীর। ইভটিজিং দেওয়া হয়েছিল এবং ধাওয়া করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিল মৃত যুবতীর সহকর্মীরা এবং পরিবারের লোকজন। যদিও ইভটিজিং এর তত্ত্ব একেবারেই উড়িয়ে দিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী বলেছিলেন দুটি গাড়ি রেষারেষিতে এই ঘটনা। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই দেখা গেল এই ঘটনার তদন্তে নামল সিআইডি। বাবলু যাদব নামের আরেকটি গাড়ির মালিকের নাম উঠে এসেছিল। তার বাড়ি পানাগর এর কাওয়ারিপট্টিতে। এই ঘটনার পর থেকেই বাবলু যাদব বেপাত্তা রয়েছে। মঙ্গলবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাবলু যাদবের বাড়িতে পৌঁছায়। পরিবারের সদস্যদের কাছ থেকে একাধিক তথ্য জেনে তা নথিভুক্তও করতে দেখা যায়। তারপরেই এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন,”গাড়িটি বাবলু চালাচ্ছিল। আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব।”
