জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চোলাইয়ের বিরুদ্ধে অভিযানেনেমে ৬০ লিটার চোলাই মদ সহ ৩ কারবারিকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মদ কারবারি নিতাই পাল, সাহেব হাজরা দুইজনই মেমারী দু’নম্বর ব্লকের মণ্ডলগ্রাম এলাকার বাসিন্দা। অপরজন রাজা দাস, মেমারী বামুনপাড়া এলাকার বাসিন্দ।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মালডাঙ্গা মেমারী রাস্তায় মন্তেশ্বরের ঘোষপাড়া মোড এলাকায় হানা দিয়ে চোলাই বিক্রির সময় চোলাই মদ সহ নিতাই পাল ও সাহেব হাজরাকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ওইসব মদ কারবারিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০লিটার চোলাই মদ।
পাশাপাশি ঐদিন সন্ধ্যায় জয়রামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় মন্তেশ্বর থানার পুলিশ হানা দিয়ে চোলাই মদ বিক্রি করার সময় রাজা দাস-কে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২০ লিটার চোলাই মদ। ধৃত তিনজনকেই মঙ্গলবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
