জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ প্রতিবেশী এক মহিলাকে মারধরের অভিযোগে একজনকে গ্রেফতার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মনোজ সরেন মন্তেশ্বরের মাঝেরগ্রাম পঞ্চায়েতের বসতপুর এলাকার বাসিন্দা। থানা সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে প্রতিবেশী এক মহিলাকে পূর্ব রাগ বশত লাঠি দিয়ে মারধরের অভিযোগ ওঠে মনোজের বিরুদ্ধে। মারধরের ফলে ওই মহিলা আহত হয় এবং মাথায় বেশ কয়েকটি সেলাইও পড়ে তার। ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান আহত ওই মহিলা ময়না টুডু। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মনোজকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে কালনা আদালতে পাঠায় পুলিশ।
