Breaking News

বাংলা ভাষায় সরস্বতী পুজোর মন্ত্রোচ্চারণ, বর্ধমানের স্কুলে ব্যতিক্রমী প্রয়াস

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ”—এমন সংস্কৃত মন্ত্র নয়, এবারের সরস্বতী পুজোতে অঞ্জলি দেওয়া হলো সম্পূর্ণ বাংলা ভাষায়। ব্যতিক্রমী এই আয়োজন দেখা গেল পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে, যেখানে সোমবার সরস্বতী পুজোর সমস্ত মন্ত্র বাংলা ভাষায় উচ্চারিত হয়।


পুজোর প্রতিটি ধাপে বাংলার ব্যবহারই ছিল মূল আকর্ষণ। সরস্বতীর প্রণাম মন্ত্র—
“ওম জয় জয় দেবী চরাচর সারে।
কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণা রঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমোস্তুতে”।
এবার উচ্চারিত হলো বাংলাতেই। বাংলা ভাষায় অঞ্জলি দেওয়ার এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা। তাদের কথায়, এতদিন সংস্কৃত মন্ত্রের অর্থ তারা বুঝতে পারত না, কিন্তু এবার মাতৃভাষায় পুজোর প্রতিটি শব্দের তাৎপর্য বুঝতে পেরে অন্যরকম অনুভূতি হয়েছে।


এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে একটি বাংলা মন্ত্রের বই, যা লিখেছেন স্কুলের শিক্ষক ও লেখক মারুত কাশ্যপ। সম্ভবত, এই প্রথম সরস্বতী পুজোর সম্পূর্ণ মন্ত্র বাংলায় উচ্চারিত হলো, যা মাতৃভাষার প্রতি এক অনন্য শ্রদ্ধার নজির গড়ল।

About Prabir Mondal

Check Also

পাণ্ডবেশ্বরে দুঃসাহসিক ছিনতাই, বাইকের ডিকি ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুঃসাহসিক ছিনতাই! বাইকের ডিকি ভেঙে টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ একজনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *