টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মরণ শুভ নববর্ষ মহোৎসব ও পুরুষোত্তম স্বস্তিতীর্থ মহাযোগ্য তৎসহ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ঋত্বিক সংঘের ২০২৪ তম ঋত্বিক সম্মেলন অনুষ্ঠিত হলো। সোমবার ১৪ এপ্রিল সকালে উষা কীর্তন ও প্রভাতফেরীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানের এই কয়েকদিন শ্রীশ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ, বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কয়েকদিন ধরে চলা এই মহোৎসব শেষ হলো বুধবার। সোমবার অনুষ্ঠানের মূল মঞ্চে সন্ধ্যায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং অনুষ্ঠানের শেষের দিন সন্ধ্যায় উপস্থিত হন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সন্ধ্যায় বিনতি প্রার্থনায় অংশগ্রহণ করেন এবং প্রার্থনা শেষে মূল মঞ্চে উপস্থিত হয়ে বহু মহিলা হাতে শাড়ি তুলে দেন।

এদিন আশীষ বাবু জানান, আমি সৎসঙ্গে দীক্ষিত আমি আজ ডেপুটি স্পিকার হিসেবে আসিনি এবং এমএলএ হিসেবেও আসিনি। আমি এসেছি এখানকার একজন ভক্ত হিসেবে।
এদিন উৎসবের আয়োজকদের পক্ষ থেকে শুভজিৎ পালিত ও সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানান, ১৯৮০ সাল থেকে এই আশ্রমটা আরম্ভ হয়েছিল কিন্তু কোন রূপ দেওয়া হয়নি। আমাদের শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম গিধনী আশ্রম ঝাড়গ্রামের কাছে। ওখানকার পরিস্থিতি অনুযায়ী অর্থাৎ গিধনীতে জলের অভাব দেখা দেওয়ায় এই প্যামড়া ব্রাঞ্চ আশ্রমে এই উৎসবের আয়োজন করতে বাধ্য হলাম। এই উৎসবে শুধু বর্ধমান নয় বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন।