টুডে নিউজ সার্ভিসঃ স্বাস্থ্যসাথীতে কোনো অনিয়ম বরদাস্ত নয় এই কারণে একগুচ্ছ নয়া সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। নেওয়া হবে প্রযুক্তির ব্যবহার। এবার থেকে সমস্ত রোগীর ছবি এবং ভিডিও তোলা হবে ছুটির সময় এবং অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে সাথে সাথে ছবি ভিডিও দিতে হবে। রোগী হাসপাতালেই আছেন তা নিশ্চিত করতে তার জিপিএস লোকেশন দিতে হবে নির্দিষ্ট সারভারে। জিপিএস অন করে পরীক্ষা শুরু হলেই অ্যাপ অন করতে হবে এবং সব হয়ে গেলে তা বন্ধ করতে হবে। হাসপাতালের ৫০ মিটারের বাইরে তা কাজ করবে না। অ্যাপে দেওয়া কোনো তথ্য এডিট হবে না। তথ্য যাচাই করবে এআই, তথ্য ভুল হলে সরকারের তরফে টাকা দেওয়া হবে না।
Tags district Health west bengal
Check Also
বিজেপি কর্মী সন্দীপ খুনের ৬ বছর! দোষীদের গ্রেফতারের দাবিতে হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি বিজেপির
স্নেহা দাস, দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলায় ২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের …
Social