টুডে নিউজ সার্ভিসঃ স্টার থিয়েটারের নাম বদল করে বিনোদিনী থিয়েটার করা হবে বলে সন্দেশখালি সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই তৎপরতা শুরু কলকাতা পৌর সংস্থার। তড়িঘড়ি স্টার থিয়েটারের নাম পরিবর্তন করতে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে বিজ্ঞপ্তি করি করা নাম বদলের সিদ্ধান্ত কে কার্যকরী করল পৌর কর্তৃপক্ষ। থিয়েটারের নাম পরিবর্তন করে বিনোদিনী থিয়েটারের নামকরণ করার নিয়ে বিজ্ঞতি জারি করল কলকাতা পৌর সংস্থা। স্টার থিয়েটারের নাম সরিয়ে বিনোদিনী থিয়েটারে বোর্ড লাগিয়ে দেওয়া হল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ স্বপন সমাদ্দার। তার দাবি স্টার থিয়েটারের নাম আসলে নটি বিনোদিনী নামের নামকরণ হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে তার নামের বদলে স্টার থিয়েটারের হয়েছিল। মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ স্বপন সমাদ্দার জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় আমরা খুশি। তিনি তার ইতিহাস কে সাক্ষী রেখেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি থেকে স্টার থিয়েটারের নাম পরিবর্তন করার যে ঘোষণা করেছিলেন। সেই মতই আমরা সেটা কার্যকরী করার জন্য বিজ্ঞপ্তি জারি করে ফলক পরিবর্তন করা হয়েছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।
প্রসঙ্গতঃ নটি বিনোদিনী সমাজের সকল স্তরের মানুষই তার অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন। তার প্রশংসাকারীদের তালিকায় ছিলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, ফাদার লাঁফো, এডুইন আরনল্ড, কর্ণেল অলকট প্রমুখ। রামকৃষ্ণদেব তার চৈতন্যলীলার অভিনয় দেখে তাকে গ্রীনরুমে গিয়ে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন। বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের চরিত্রগুলিকে বিনোদিনীর মধ্যে দিয়ে সফলভাবে গড়ে উঠতে দেখেছিলেন। তার অভিনয়ের গুরু গিরিশচন্দ্র ঘোষ তার বহু প্রশংসা করেছিলেন। বিনোদিনীর ত্যাগ স্বীকারে যে নতুন থিয়েটার তৈরি হয় বিনোদিনীর নাম তাতে থাকেনি। এই নতুন থিয়েটারের নাম হয় স্টার থিয়েটার। এই বিশ্বাসঘাতকতায় যখন বিনোদিনী দুঃখে বেদনায় মন ভেঙে পড়ে। ১৮৮৬ খ্রীষ্টাব্দে মাত্র ২২-২৩ বছর বয়েসে তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করে যান। তারপর দীর্ঘদিন জীবিত থাকলেও কখনও অভিনয়ে ফিরে আসেননি। ফলে বাংলা থিয়েটার বঞ্চিত হয় এক অসামান্য অভিনেত্রীর প্রতিভা এবং অভিনয় থেকে। যৌনকর্মীর সন্তান হওয়ার পর থেকে বারবার জীবনের নানা মুহূর্তে বঞ্চনার শিকার হয়েছেন নটী বিনোদিনী। ১৮৮৩ সালে ৬৮ বিডন স্ট্রিটে নির্মিত হল থিয়েটার ভবন। কথা ছিল, বিনোদিনীর নাম অনুসারে তার নাম হবে বি থিয়েটার, কিন্তু গিরিশচন্দ্র ও অন্য পুরুষ অভিনেতাদের চক্রান্তে থিয়েটারটি ‘স্টার থিয়েটার’ নামে রেজিস্ট্রি হল। বিশ্বাসঘাতকতার শিকার হলেন বিনোদিনী। কিন্তু আজকে থিয়েটার জগতের তারা অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন সমস্ত স্তরের মানুষ।
Social