Breaking News

অবাধেই চলছে শিলাবতী নদী থেকে বালি তোলা, ক্ষোভ ছড়াচ্ছে স্থানীদের মধ্যে


দেবনাথ মোদক, বাঁকুড়াঃ মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে শিলাবতী নদী থেকে অবাধেই চলছে ‘বালি পাচার’। সিমলাপালের গোটকানালি গ্রাম সংলগ্ন কুসুমকানালী এলাকার মানুষের দাবি, ‘বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই এলাকা। এখন আর রাতের অন্ধকারে নয়, দিনে দুপুরেই কাজ হাসিল করছে বালি মাফিয়ারা।’

রবিবার দুপুরে গিয়ে দেখা গেল, সিমলাপালের কুসুমকানালী মৌজা সংলগ্ন শিলাবতী নদী থেকে ট্রাক্টরে চাপানো হচ্ছে বালি। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে রণেভঙ্গ দেওয়ার চেষ্টা করেন এক ‘বালি মাফিয়া।’ এমনকি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ছবি তোলার ক্ষেত্রেও বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি।

তবে এ প্রসঙ্গে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি জানান রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে চুরি কি করে আটকানো যাবে? এই বালি চুরির কমিশন সমস্ত তুলনামূল্য নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে পৌঁছে যায়।

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিদাস চক্রবর্তী বলেন, ‘বালি পাচারের ঘটনায় বিজেপির নেতৃত্বরা জড়িত রয়েছে। এই ধরনের বেআইনি কাজকে তৃণমূল কখনোই প্রশ্রয় দেয় না। একইসঙ্গে প্রশাসন ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক বলে তিনি জানান।’

তবে স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরেই এলাকায় বালি মাফিয়াদের রমরমা বেড়েছে। এভাবে নদী থেকে বেআইনী’ভাবে বালি তুলে নেওয়ার ফলে নদী ভাঙ্গনের সম্ভাবনা বাড়ছে। আর এই অবৈধ কাজের পিছনে পুলিশের মদত রয়েছে বলেও অনেকে মনে করছেন।

About Prabir Mondal

Check Also

পানাগড়ে ভগবানের ভরসায় বিপদজনক ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র

টুডে নিউজ সার্ভিসঃ ভগবানের ভরসায় বিপদজনক ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র! পশ্চিম বর্ধমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *