Breaking News

দীক্ষা নিতে এসে গুরুর কাছে ধর্ষণের শিকার শিষ্যা

টুডে নিউজ সার্ভিস, বীরভূমঃ দীক্ষা নিতে এসে ‘গুরু’র ধর্ষণের শিকার হলেন শিষ্যা। অভিযোগ পেয়ে, পুলিশ গ্রেপ্তার করেছে উজ্জ্বল দাশ নামে অভিযুক্ত ওই গুরুকে। দীক্ষার নাম করে একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে সে তার শিষ্যাকে ধর্ষণ করে বলে তার বিরুদ্ধে অভিযোগ। শুক্রবার বীরভূমের দুবরাজপুরে ঘটনাটি ঘটেছে। 

জানা যায়, দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উজ্জ্বল নিজেকে একজন ধার্মিক ব্যক্তি বলে প্রচার করেছিল। ধর্মকর্ম নিয়ে থাকার জন্য তাকে মানুষ সমীহ ও ভক্তি করত। ওই গ্রামেরই বাসিন্দা এক গৃহবধূ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি উজ্জ্বলের কাছে দীক্ষা নেবেন। সেইমতো মনে মনে উজ্জ্বলের শিষ্যত্ব গ্রহণ করেন। স্বামীকে দীক্ষা নেওয়ার ইচ্ছার কথা জানালে তিনিও রাজি হয়ে যান। এরপরেই দীক্ষা দিতে ওই গৃহবধূকে নির্জন একটি ঘরে নিয়ে গিয়ে উজ্জ্বল ধর্ষণ করে বলে অভিযোগ। উজ্জ্বলের এহেন আচরণে ভয় পেয়ে চিৎকার করে ওঠেন ওই গৃহবধূ। ঘটনাটি যখন ঘটে তখন ওই গৃহবধূর স্বামী ঘরের কাছেই আরও কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। স্ত্রীর চিৎকার শুনে তিনি ও তাঁর সঙ্গের লোকজন ছুটে আসেন‌। 

পরিস্থিতি বুঝতে পেরে তখনই স্থানীয় দুবরাজপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। তারা এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এর পাশাপাশি নিগৃহীতার ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা দাবি করেন, দোষীকে কড়া শাস্তি দিতে হবে। তাঁদের অভিযোগ, নিরীহ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে যে বা যারা এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারে তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়।

About Prabir Mondal

Check Also

‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মান পেলেন মোল্লা জসিমউদ্দিন

টুডে নিউজ সার্ভিসঃ সোমবার সারা দেশজুড়ে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস পালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *