Breaking News

বিজেপি কর্মী সন্দীপ খুনের ৬ বছর! দোষীদের গ্রেফতারের দাবিতে হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি বিজেপির

স্নেহা দাস, দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলায় ২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। এখনও খুনিরা অধরাই রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহযোগিতায় মৃত্যুর ছ’বছরে সন্দীপের পূর্ণবয়ব মূর্তি বসিয়ে দোষীদের কার্যতঃ হুংকার দিলেন বিজেপি নেতৃত্বরা। সোমবার বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষের পূর্ণবয়ব মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ বিজেপি নেতৃত্বরা।

সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অধরা দোষীদের হুংকার দিয়ে বলেন, “অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বুথ সভাপতি সন্দীপ ঘোষ। তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিদবিহারের জাঠগড়িয়া, মলানদিঘী, গোপালপুরের যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের ২০২৬ এর মধ্যে তাদের জেলে যেতে হবে। আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই সিবিআই তদন্তের আর্জি করেছি। সিবিআই তদন্ত হবেই। শাস্তি পাবেই দোষীরা।” জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, “আমাদের আস্থা আছে আইনের উপর।”

About Prabir Mondal

Check Also

বর্ধমানে দর্জির বাড়িতে দিনভর ইডি তল্লাশি!

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ  সাতসকালে পূর্ব বর্ধমানে দর্জির বাড়িতে ইডি তল্লাশি। হঠাৎ নেতা মন্ত্রী বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *