জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত শফিকুল সেখ ও রাজা আনসারী এই দুই জনের বাড়ি মন্তেশ্বরের কুসুমগ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামে। ধৃত অপরজন রাকিবুল শেখ, মন্তেশ্বরের কুসুমগ্রাম পঞ্চায়েতের সফেদা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় বৃহস্পতিবার গভীর রাতে মেমারি মালডাঙ্গা রাস্তায জয়রামপুর ব্রিজ সংলগ্ন এলাকার ৭ থেকে ৮ জনের একটি ডাকাতের দল, ডাকাতির উদ্দেশ্যে জড় হয়। গোপন সূত্র মারফত মন্তেশ্বর থানার পুলিশ খবর পায় এবং ওই স্থানে পুলিশ হানা দিয়ে ডাকাত দলের পিছু ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে। বাকিরা অন্ধকারে পালিয়ে যায়। ওই তিনজনকে গ্রেফতার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় দড়ি, শাবল সহ ডাকাতির সরঞ্জাম। ধৃত শুক্রবার তিনজনকে কালনা মহকুমা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
Tags burdwan district west bengal
Check Also
চ্যাম্পিয়ন পূর্বস্থলীর দীর্ঘপাড়া
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রবিবার সারারাত ব্যাপী মন্তেশ্বরের ভারুচা গ্রামের সৃজনী সংঘের পরিচালনায় ভারুচা খেলার মাঠে …
Social