জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম ছলিম শেখ ও আতাবুল শেখ মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কিছুদিন আগে মেমারি মালডাঙ্গা রাস্তায জয়রামপুর ব্রিজ সংলগ্ন এলাকার কাছে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া একটি ডাকাত দলের পিছু ধাওয়া করে কয়েকজনকে ধরে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ছলিম শেখ ও আতাবুল শেখের নাম উঠে আসে। রবিবার মাঝরাতে কুসুমগ্রামের ডাকবাংলা বাজার সংলগ্ন এলাকায় অসৎ উদ্দেশ্যে ঘোরাঘুরি করার সময় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ধৃতদের জনকে কালনা মহকুমা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
Social