টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আলু, পটল, লঙ্কা-সহ বিভিন্ন সবজির মালা পরে হাঁড়ি-কড়াই-গ্যাস সিলিন্ডার সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে জমায়েত হয়ে পথসভা ও ৪ দফা দাবিতে অতিরিক্ত জেলাশাসকের কাছে কয়েকদফা দাবিতে ডেপুটেশন দেয়। তাদের দাবিগুলির মধ্যে ছিল প্রথমতঃ অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে; দ্বিতীয়তঃ কাটোয়া, কালনা, শক্তিগড়, বাজেপ্রতাপপুর সহ জেলার বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ এবং একপ্রকার ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার সুনিশ্চিত করতে হবে; তৃতীয়তঃ আবাস যোজনা ও রেশন দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে; চতুর্থতঃ রাষ্ট্রায়ত্ব ব্যাংককে রক্ষা করতে হবে কর্পোরেটদের ছাড় বন্ধ করতে হবে।
এদিন সংগঠনের জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জী বলেন, “যে ভাবে ক্রমশ মূল্যবৃদ্ধি ফলে মানুষের জীবন বিপাকে। আর রাজ্য ও কেন্দ্র সরকার ওটা হচ্ছে নোটের পিঠ আর ও পিঠ। তাই আমরা এই সংগঠনটাই সব সময় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রতিবাদে নামি। আজও তাই কার্জন গেটে এক অভিনব প্রতিবাদ সভা ও ডেপুটেশন দিলাম অতিরিক্ত জেলাশাসকের কাছে।”
Social