টুডে নিউজ সার্ভিসঃ খাস কলকাতায় আক্রান্ত পুলিশ কর্মীরা। আক্রান্ত ১ সার্জেন্ট সহ একাধিক পুলিশকর্মী। ঘটনার সূত্রপাত শনিবার রাত ১ টার পরে। ১০০ ডায়ালে ফোন আসে লালবাজারে। সেখানে কোনো এক ব্যাক্তি ফোন করে লালবাজারে জানান – ১৫৭ নম্বর আনন্দ পালি রোডের একটি বাড়িতে উচ্চস্বরে মাইক বা সাউন্ড বক্স বাজছে। লালবাজারে ১০০ নম্বরে এই ফোন আসার পর লালবাজারের পক্ষ থেকে এন্টালি থানায় যোগাযোগ করা হয়। এন্টালি থানার পুলিশ তৎক্ষণাৎ ওই আনন্দ পালি রোডে চলে যান। কর্তব্যরত পুলিশ কর্মীরা তখন সেখানে এসে দেখেন যে, ওই জায়গাতে একটি জন্মদিনের পার্টি চলছে। অনেকে মদ্যপ অবস্থায় ছিলেন। তাদের সঙ্গেই বচসা বাঁধে পুলিশের। ছাদের মধ্যেই কর্তব্যরত পুলিশ কর্মীদের হেনস্থা করা হয়, তাঁদের মারধরও করা হয়। তাঁদের মধ্যে একজন সার্জেন্ট, একজন এসআই এবং একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম প্রভাত সরকার, বাপি সরকার। জানা যায়, প্রভাত সরকার ওরফে বাপ্পার ছেলের জন্মদিন ছিল। এই ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
