Breaking News

বদলে গিয়েছে চরিত্র, সংবাদমাধ্যম নিরপেক্ষ নয়, তাই কোনো সাংবাদিক বৈঠক করি না : মোদী

পিঙ্কি শর্মাঃ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সংবাদমাধ্যমের স্বচ্ছতায় এতোটুকুও বিশ্বাস নেই তাঁর। তবে সাক্ষাৎকারের প্রস্তাব ফেরান না কখনও। তিনি নিয়ম করে মন কী বাত অনুষ্ঠানেও নানা বিষয়ে নিজের মত প্রকাশ করে থাকেন।

কিন্তু প্রধানমন্ত্রী মোদী কেন সাংবাদিক বৈঠক করে না, কিন্তু কেন ? সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেন, আমি সংসদে জবাব দিই কারন ‘সংবাদমাধ্যম নিরপেক্ষ নয়, তাই কোনো সাংবাদিক বৈঠক করি না।’ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মতে, সংবাদমাধ্যমের চরিত্র বদলে গিয়েছে। সাংবাদিকরা এখন নিজেদের মত আর আদর্শ প্রচারে ব্যস্ত।

প্রধানমন্ত্রী আক্ষেপ, আগে সংবাদমাধ্যমে কোনও মুখ ছিল না। কে লিখছে ? আদর্শ কী ? সেসব নিয়ে কেউ ভাবত না। আগের সেই নিরপেক্ষ সত্ত্বা আর নেই।

About Prabir Mondal

Check Also

বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা

টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *