Breaking News

পিএইচই-র পাইপ পাচার চক্রের দুজনকে গ্রেফতার করলো শালতোড়া থানার পুলিশ

দেবনাথ মোদক, বাঁকুড়া তৎপরতার সাথে পিএইচই জলের পাইপ চুরি করা দুজনকে হাতে নাতে ধরে তাদের আদালতে তোলে শালতোড়া থানার পুলিশ, তদন্তের স্বার্থে আদালত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ৩ ও ৪ সেপ্টেম্বর মধ্যরাতে কিছু দুষ্কৃতি একটি ট্রাক নিয়ে শালতোড়া থানার খড়বনা – বিহারীনাথ রাস্তার পাশে পিএইচই জলের পাইপ লাইনের কাজের ডিআই পাইপ লরিটিতে তুলতে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে শালতোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজন দুষ্কৃতি সহ চুরি করা পাইপ ভর্তি গাড়িটি আটক করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শালতোড়া থানাতে একটি মামলা রুজু করা হয়। ধৃত দুই ব্যক্তি গৌরব কুমার (৩১) ও বীর সিং (৫০), দুজনেই হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলার সাহাবাদ থানার বাসিন্দা। তারপরেই ঘটনার তদন্তে নেমে গত ৯ সেপ্টেম্বর রাত্রে রঞ্জিত কুমার পন্ডিত ও লক্ষিন্দর মারান্ডি নামে আরও দুজনকে গ্রেফতার করে শালতোড়া থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তি ঝাড়খন্ডের ধানবাদের তুন্ডি থানার বাসিন্দা আজ এক সাংবাদিক সম্মেলনে জানান বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। তিনি আরও জানান, একই ঘটনা ঘটেছিল জয়পুর থানা এলাকাতেও। সেখানেও একটি কেস রুজু হয়। তাই এবার শালতোড়া থানা এবং জয়পুর থানার যৌথ প্রচেষ্টাতে ২৭ সেপ্টেম্বর ঝাড়খন্ড থেকে আরও দুজনকে গ্রেফতার হয়। যাদের নাম আদিত্য সিং ও আব্দুল রশিদ আনসারী এরা উভয়েই ঝাড়খন্ডের বাসিন্দা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। ধৃতদের আজ আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আদালত ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

About Prabir Mondal

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *