Breaking News

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে বর্ধমানে শোক মিছিল

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার, সকাল ৮টা ২০ মিনিট নাগাদ পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এদিন বর্ধমান শহর ১ ও ২ এরিয়া কমিটি সিপিআইএম-এর পক্ষ থেকে বর্ধমানের কার্জনগেট থেকে রাজবাটি পর্যন্ত এক শোক মিছিলের আয়োজন করা তার প্রতিকৃতিকে সঙ্গে নিয়ে। এই শোক মিছিলে শয়ে শয়ে বাম কর্মী সমর্থকেরা পা মেলান। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে একটি যুগের অবসান হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

About Prabir Mondal

Check Also

বাংলার নলেন গুড়ের সন্দেশ পেলো জিআই ট্যাগ

টুডে নিউজ সার্ভিসঃ শীত মানেই নলেন গুড়, মুখে মিলিয়ে যাওয়া সন্দেশ। এবার সেই নলেন গুড়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *