টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার, সকাল ৮টা ২০ মিনিট নাগাদ পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এদিন বর্ধমান শহর ১ ও ২ এরিয়া কমিটি সিপিআইএম-এর পক্ষ থেকে বর্ধমানের কার্জনগেট থেকে রাজবাটি পর্যন্ত এক শোক মিছিলের আয়োজন করা তার প্রতিকৃতিকে সঙ্গে নিয়ে। এই শোক মিছিলে শয়ে শয়ে বাম কর্মী সমর্থকেরা পা মেলান। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে একটি যুগের অবসান হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Tags burdwan district Politics west bengal
Check Also
চাকরি দেওয়ার নামে দলের নেতার কাছেই প্রতারণার শিকার, সব হারিয়ে আত্মঘাতী তৃণমূল নেতা
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ হাতে তিন চারটে চাকরি রয়েছে। কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের …
Social