Breaking News

মন্তেশ্বরে তৃণমূল প্রার্থীর সমর্থনে টোটো মিছিল শ্রমিক সংগঠনের

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন সেখ ও তৃণমূল কংগ্রেসের জেলা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসুর নেতৃত্বে কুসুমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় শ্রমিক সংগঠনের অফিস থেকে প্রায় এক হাজার টোটোর মিছিল সংগঠনের পতাকা লাগিয়ে টোটো মিছিলের করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু ও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিত পান, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আতিকুর রহমান। এদিনের এই টোটো মিছিলটি কুসুমগ্রাম থেকে শুরু হয়ে গোটা কুসুমগ্রাম বাজার, জয়রামপুর হয়ে মন্তেশ্বর বাজারে কামাশাল মোড়ে তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসের কাছে এসে শেষ হয়।

এদিন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই টোটো মিছিলে সামিল হয়ে তিনিও একটি টোটো নিজে কুসুমগ্রাম থেকে মন্তেশ্বর পর্যন্ত টোটো চালিয়ে আনে।মিছিল শেষে, মন্তেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোহার, ভারুছা, পাটকেলডাঙ্গা গ্রাম সহ কয়েকটি বুথ নিয়ে বুথ ভিত্তিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।

মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, গত বিধানসভা ভোটের থেকেও লোকসভার দলের প্রার্থী কীর্তি আজাদকে আরো বেশি ভোটে জেতানো লক্ষ্যেই আমরা এই ভাবেই প্রত্যেক অঞ্চলে কর্মী বৈঠক বলে জানান তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজি পান, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ব্যানার্জি, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল শাহ্, ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী চুয়া সোম, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইসারুল মন্ডল, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, রফিকুল ইসলাম, পঞ্চায়েতের প্রত্যেক সদস্য সহ আরও অনেকে।

About Prabir Mondal

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *