টুডে নিউজ সার্ভিসঃ মানিব্যাগ খোয়া গেল খোদ মিঠুন চক্রবর্তীর! তাও আবার বিজেপির মঞ্চ থেকেই! ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে ম্যানিব্যাগ খোয়ালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন মঞ্চ থেকে মাইকে প্রচার করে ম্যানিব্যাগ ফেরানোর আবেদন করেন বিজেপি নেতৃত্ব। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসার ঘটনা। আর এই ঘটনায় খোদ মিঠুনও অবাক।
এদিন নিরসায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার এসেছিলেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ, প্রচারে এসে মিঠুন চক্রবর্তীর ম্যানিব্যাগ খোয়া যায়। এই খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব মঞ্চ থেকেই মাইকিং করে বিষয়টি জানায় সবাইকে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। মঞ্চ থেকে ঘোষণা করা হয়, যো ভি মিঠুনদা কা মানিব্যাগ লিয়া হ্যায়, ওহ আকে লওটা দিজিয়ে। উস মে মিঠুনদাকা জরুরি কাগজ হ্যায়।
Social