টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পোষ্য কুকুরে ফুলকপির জমি নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ঝামেলা অশান্তি পরবর্তী সময়ে তা মারধোর ও এক নাবালিকাকে তার বিভিন্ন গোপনাঙ্গে আঘাত ও তার উরুতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার জেরে অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তি নিতাই দাস-কে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তিকে বুধবার কালনা আদালতে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ পাঁচ দিনের পিসি চেয়ে।
অন্যদিকে ওই নাবালিকার গোপন জবানবন্দীর জন্য তাকে কালনা মহকুমা আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে, একটি কুকুর প্রতিবেশীর ফুলকপির জমিতে গিয়ে বেশ কিছু ফুলকপি নষ্ট করে দেয়। সেই ফুলকপি গুলি তুলে নিয়ে নির্যাতিতার বাড়িতে এসে ঝামেলা অশান্তি করতে থাকে অভিযুক্ত। এরপরই দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার জেরে উভয় পক্ষই হাতাহাতিতে জড়ায়। পরবর্তী সময় অভিযুক্ত ওই ব্যক্তি প্রতিবেশী নাবালিকার শরীরের বিভিন্ন গোপনাঙ্গে আঘাত এবং তার উরুতে কামড়ে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পক্স আইনে মামলার রুজু করেছে পূর্বস্থলী থানার পুলিশ।
Social