Breaking News

কেরল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ বর্ধমানের পরিযায়ী শ্রমিক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কেরল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর এক পরিযায়ী শ্রমিক। হঠাৎই তার মোবাইল বন্ধ হয়ে যায় এবং ১২ দিন ধরে তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিজনরা। পূর্বস্থলী থানার পুলিশ কোনো অভিযোগ নিতে চাইছে না বলে বৃহস্পতিবার অভিযোগ করেন পরিবারের লোক। লিখিত অভিযোগ নেয়নি জিআরপিও। এদিকে দীর্ঘদিন বাড়ি না ফেরায় পরিবার পরিজনের মধ্যে কান্নার রোল উঠেছে।
নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ বছর পঞ্চান্নর আব্দুল কারিকর পূর্ব বর্ধমান পূর্বস্থলী থানার পূর্বস্থলী পঞ্চায়েতের নতুন বাজারপাড়ার বাসিন্দা। তার স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে আছে। অত্যান্ত দুঃস্থ পরিবার। বেশ কয়েক বছর আগে মেয়ের বিয়েও দিয়েছেন। এলাকায় তেমন কাজ থাকায় শ্রমিকের কাজে কেরলায় গিয়েছিলেন আব্দুল কারিকর। সেখানে কোটেন থানা এলাকার লালিয়াঘরিতে কাজ করতেন। গত ২৭ অক্টোবর বাড়ি ফেরার উদ্দেশ্যে কোটেন রেলস্টেশন থেকে গুরুদেব এক্সপ্রেসে ওঠেন। যদিও তার স্লিপার কোচের টিকিট কনফার্ম না হওয়ায় সেকেন্ড ক্লাসে চেপে বসেন। তারপর থেকে মোবাইলে তিনবার স্ত্রী তারা বিবির সঙ্গে বাড়ি ফেরার বিষয়ে কথাও হয়। এরপর থেকে নাকি আব্দুলের মোবাইল বন্ধ হয়ে যায়। কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ আর করতে পারছেন না পরিবার পরিজনেরা। আর এতেই পরিজনের আশঙ্কা করছেন সম্ভবত মেরে ফেলা হয়েছে আব্দুলকে অথবা কেউ তাকে আটকে রেখেছে।

About Prabir Mondal

Check Also

ওয়াকফ অশান্তির জেরে কালীগঞ্জের উপনির্বাচন পিছানোর আর্জি বিজেপির

টুডে নিউজ সার্ভিসঃ এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবুও মুর্শিদাবাদ লাগোয়া কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন পিছিয়ে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *