পুজোর মুখে পুড়ছে পকেট, ডাবল সেঞ্চুরি কাঁচা লঙ্কার আর বেগুন-পটলে হাত দিলেই ছ্যাঁকা

Prabir Mondal
2 Min Read

দেবনাথ মোদকঃ পুজোর মুখে পকেট পুড়ছে মধ্যবিত্তের। বাজারে চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম। পর পর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গজুড়ে সবজির ক্ষতি। এদিকে পুজোর সময় এমনিতেই জিনিসপত্রের দাম বেশি থাকে, তার উপর বন্যার করাল গ্রাসে পড়েছিল গোটা রাজ্য। তার জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই অগ্নিমূল্য শাক-সবজি। জোগানে টান।

যেখানে অন্যান্য দিন বিক্রেতাদের কাছে সবজির জোগান অনেক বেশি থাকে মঙ্গলবার সকালে সেই ছবিটা যেন অনেকটাই বদলে গিয়েছে। দামও আকাশছোঁয়া। বাঁকুড়ার বিভিন্ন বাজারে এদিন সকালে পটল বিক্রি হল প্রতি কেজি ৮০ টাকা দরে। বেগুন সেখানে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। টম্যাটো ১০০ টাকা কেজি, ভেন্ডি ৮০ টাকা কেজি, ঝিঙে ৮০ টাকা কেজি, কাঁচা লঙ্কা তো আবার ডাবল সেঞ্চুরি করেছে। একেবারে ২০০ টাকা কেজি। গাজর ৭০ টাকা কেজি। শসা ৮০ টাকা কেজি। বিন্স ২০০ টাকা কেজি। উচ্ছে ৮০ টাকা কেজি।

খানিক একই ছবি বাঁকুড়া পুরসভা বাজারেও। এদিন সেখানে পটল বিক্রি হচ্ছে কিলো প্রতি ৪০ টাকায়। ফুলকপি ৬০ টাকা, আলু ৩০, পেঁয়াজ ৬০ টাকা, ঝিঙে ৩০ টাকা, করলা ৫০ টাকা, টম্যাটো ১০০ টাকা, ক্যপসিকাম ১৫০ টাকা, গাজর ৪০ টাকা, ওল ৮০ টাকা, কাঁচালঙ্কা ২০০ টাকা প্রতি কিলো। প্রসঙ্গত, দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে বাঁকুড়ার সবজি উৎসপাদক অঞ্চলগুলির একটি বড় অংশ বন্যার কবলে পড়েছিল। শুধু তাই নয়, বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যায় একাধিক নদীতে বন্যার ছবি দেখা যায়। তারফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার ছাপ স্পষ্ট বাজারে। আমদানি কমেছে সবজির।

একই ছবি মালদহতেও। সেখানে মুলোর দাম চলে গিয়েছে ৪০ থেকে ৫০ টাকা কিলোতে, মিষ্টি কুমড়ো ৪০- ৬০ টাকা কিলো, টম্যাটো ৬০-৭০ টাকা কিলো, বাঁধাকপি ৬০ টাকা কিলো, রসুন ২৫০ টাকা কিলো, আদা ১৫০ টাকা কিলো, সজনে ২০০ টাকা কিলো, লাউ ৩০ থেকে ৪০ টাকা কিলো।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *