রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে রায়নার সভায় বিস্ফোরক মমতা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আগামী ১৩ মে বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। তার আগেই যেন পাখির চোখ সব দলের কাছেই বর্ধমান। শুক্রবার তৃণমূলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের রায়নায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে নির্বাচনী জনসভা করেন। সেখানে এসে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে, প্রধানমন্ত্রীকে কেয়ারটেকার প্রধানমন্ত্রী বলেন। পাশাপাশি বাংলায় শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিলকে বিজেপির ষড়যন্ত্র বলেই তিনি বারবার দাবি করেন। এছাড়াও সন্দেশখালি ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সন্দেশখালিতে তেমন কোনো ঘটনা ঘটতে দেয়নি, ওখানে জমি জমা নিয়ে কিছু সমস্যা ছিল সেগুলো আমরা ঠিক করে দিয়েছি। সন্দেশখালি নিয়ে ‘সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন’। অথচ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, তা নিয়ে কেন মুখে কুলুপ এঁটেছেন, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনি মা-বোনেদের নিয়ে কথা বলেন? লজ্জা নেই। আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যা কথা বলার জন্য। দাঁতের মাড়িটাই থাকা উচিত নয়।’ সেইসঙ্গে দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে যে আক্রমণ শানিয়েছেন মোদী, সেটারও পালটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, দুর্নীতির মাপকাঠিতে বিজেপির কাছে তৃণমূল তো ‘চুনোপুঁটি’।

পাশাপাশি তিনি আরও বলেন, “একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ৷ তার সঙ্গে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় ? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন, আমার মন্ত্রী কেন এসব আপনাকে বলেছে? শুনে রাখুন, আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা এসেছে ৷ কিন্তু আমি কোনও দিন কোনও কথা বলিনি ৷ কালকে মেয়েটির কান্নায় আমার যন্ত্রণা হয়েছে ৷ সন্দেশখালি নিয়ে বলার আগে এসব নিয়ে ভাবুন ৷ মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয়, পর পর দুবার শ্লীলতাহানি করেছেন ৷” এদিন রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে কড়া ভাষায় রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷

About Prabir Mondal

Check Also

হাসপাতালের কোয়ার্টারে ঢুকে মহিলা কর্মীকে অস্ত্রের কোপ, শোরগোল বর্ধমানে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আচমকাই ছুরি দিয়ে আঘাত। গুরুতর জখম অবস্থায় স্বাস্থ্যকর্মীকে ভর্তি করা হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *