টুডে নিউজ সার্ভিসঃ গোবরডাঙ্গার জমিদারদের ঐতিহ্য ও জাঁকজমকের নিদর্শন ছিল হাতি।এক নামে সবাই চিনতো তাঁদের এই হাতি পোষার সখের জন্যই।আজ হাতি না থাকলেও কিন্তু তার সাক্ষীস্বরূপ রয়ে গেছে গোবরডাঙ্গা স্টেশনের পাশেই সাড়ে তিন নম্বর (৩.৫) প্ল্যাটফর্ম।
আগে এই প্ল্যাটফর্ম দিয়েই হাতি উঠতো ট্রেনে।যেত যশোর বা নানান অঞ্চলে খাজনা আদায়ে, জমিদারি পরিদর্শনে।আর এই জমিদার বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে যমুনা নদী।
যদিও আজ তার জরাজীর্ণ ভাবটাই বেশি স্পষ্ট।গোবরডাঙ্গা ঐতিহাসিক ভাবে স্মরণীয় হয়ে থাকার আরও একটি কারণ হলেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। প্রথম বিধবাবিবাহ যিনি করেছিলেন সেই মহান ব্যক্তি শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ছিলেন গোবরডাঙ্গার বাসিন্দা। গোবরডাঙার প্রথম চেয়ারম্যান ও ডেপুটি ম্যাজিস্ট্রেট।কলকাতার অনতিদূরে খোলামেলা পরিবেশে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন।এখানে রয়েছে আরো নানান ঘোরার জায়গা।পশ্চিমবঙ্গের প্রথম অশ্বক্ষুরাকৃতি হ্রদ আপনি এই গোবরডাঙ্গা গেলেই চাক্ষুষ দেখতে পারবেন।
পথ নির্দেশ : শিয়ালদহ বা বনগাঁ থেকে ট্রেনে গোবরডাঙ্গা স্টেশন।আর ওখান থেকে টোটো বা ভ্যান ভাড়া করে চলে যান এই ঐতিহাসিক রাজবাড়িতে।।
তথ্য ও চিত্র : সংগৃহীত
Social