জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ টানা কয়েকদিন ভারী বৃষ্টিতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকার সঙ্গে মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের বসুনগর গ্রাম সম্পূর্ণ প্লাবিত। পাশাপাশি ডিভিসিও জল ছাড়ছে ব্যাপকভাবে। মন্তেশ্বর ব্লকের বহুগ্রাম জলমগ্ন। কাঁচা বাড়িও ভেঙেছে। বেশ কিছু জায়গায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ-এর উদ্যোগে ত্রাণ ও দেওয়া হচ্ছে ত্রিপল। মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের বসুনগর গ্রামও ব্যতিক্রম নয়। মন্তেশ্বর ব্লকের বাঁকা নদীর জল ক্রমশ উর্ধ্বমুখী হওয়ায় বামুনপাড়া অঞ্চলের তেতুলিয়া, বসুনগর গ্রাম নিচু এলাকা প্লাবিত। বসুনগর গ্রাম, বন্যার জলে সম্পূর্ণ প্লাবিত হয়ে গ্রামের প্রত্যেক বাড়িতে বন্যার জল ঢুকে, প্রত্যেক বাড়ির পরিবারের মানুষজন জলবন্দী হয়ে অসহায়ের মধ্যে আছে। বসুনগর গ্রামের জলবন্দী হয়ে থাকা অসহায় পরিবারদের পাশে থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ-এর উদ্যোগে বামুনপাড়া পঞ্চায়েতের পক্ষ থেকে বামুনপাড়া পঞ্চায়েতের প্রধান ফরিদা বিবি ও পঞ্চায়েত সদস্য অনিমা ঘোষ, কাউসার শেখ সহ বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের এক প্রতিনিধি দল নৌকায় করে বসুনগর গ্রামের জলমগ্ন হয়ে থাকা পরিবারদের বন্যার ত্রাণ বিতরণ করা হয়।
পঞ্চায়েত প্রধান ফরিদা বিবি জানান বসুনগরের অসহায় ৩ জলমগ্ন, জলবন্দি ৩৫টি পরিবারকে একটি করে ত্রিপল,চাল, ছিড়ে, গুড়, আলু বিতরণ করা হয়। অসময়ে এই ত্রাণ সামগ্রী পেয়ে কিছুটা খুশি বসুনগরের জলবন্ধী পরিবার গুলি।এই ত্রাণ বিতরণ কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন বামুনপাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কাউসার শেখ, প্রধান ফরিদা বিবি, গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিমা ঘোষ, সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য সহ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব।
Tags burdwan district Politics west bengal
Check Also
চাকরি দেওয়ার নামে দলের নেতার কাছেই প্রতারণার শিকার, সব হারিয়ে আত্মঘাতী তৃণমূল নেতা
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ হাতে তিন চারটে চাকরি রয়েছে। কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের …
Social