টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দিলীপ ঘোষকে ২ লক্ষ ৪০ হাজার ভোটে পরাজিত করার দাবি জানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, বর্ধমান-দুর্গাপুর লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এদিন পূর্ব বর্ধমান জেলার গলসিতে বিজেপি ও তৃণমূলের দুই প্রার্থী দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদের প্রচার।
তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এদিন প্রথমে পৌঁছান গলসি-১ ব্লকের কলকল গ্রামে, সেখানে এক শিব মন্দিরে পুজো দেন এবং গলায় খোল ঝুলিয়ে আদিবাসী নৃত্যে মেতে ওঠেন, আবার খেলার মাঠে হাতে ব্যাট নিয়ে যুবকদের সঙ্গে ক্রিকেট খেললেন এবং হাতে থলি নিয়ে সবজি ও মাছের বাজারে গিয়ে বাজার করেন, এছাড়া কর্মী সমর্থকদের নিয়ে সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ও কথা বলেন।
এদিন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২০১৯ সালে বিজেপি ২ হাজার ৪০০ ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছিল কিন্ত এই ২০২৪শে দিলীপ ঘোষকে ২ লক্ষ ৪০ হাজার ভোটে পরাজিত করবো।” এছাড়া নানান উস্কানিমূলক বক্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে ধিক্কার জানান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
Social