Breaking News

হামিদুলকে মুখ্যমন্ত্রীর ফোন! এরপর আর সালিশি নয়, এলাকার সমস্যা সমাধান হবে আইনত ভাবেই

টুডে নিউজ সার্ভিসঃ চোপড়ায় তাজেমূল ওরফে জেসিবি কান্ডে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে। এই বিষয়ে বিধায়ক নিজেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আমায় ফোন করে বলেন, এরপর থেকে সালিশি সভা যাতে না হয় সেই বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

পাশাপাশি এলকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিয়েছেন। তিনি সব শেষে জানান, এরপর আগামীতে এলকার সমস্যায় আইনত ভাবে সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আমি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছি। চোপড়া কান্ডের পর সংবাদমাধ্যমে মন্তব্যের জন্য ইতিমধ্যেই দলের তরফে শোকজও করা হয়েছে বিধায়ক হামিদুলকে।

About News Desk

Check Also

চাকরি দেওয়ার নামে দলের নেতার কাছেই প্রতারণার শিকার, সব হারিয়ে আত্মঘাতী তৃণমূল নেতা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ হাতে তিন চারটে চাকরি রয়েছে। কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *