টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “নির্বাচন কমিশনের শোকজের জবাব দেওয়া হচ্ছে। তার জন্য অফিস আছে, উকিল রয়েছেন। তারা জবাব দিচ্ছেন। আমার কাজ আমি করছি” বলে জানান দিলীপ ঘোষ। শুক্রবার পূর্ব বর্ধমানের গলসির কেন্দাইপুরে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন।
সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকার জন্য শ্বেত পত্র প্রকাশের জন্য টুইট করা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন। দিলীপ ঘোষ বলেন, “উনি কে হিসেব চাওয়ার। চোরেদের হিসেব চাওয়ার অধিকার নেই।” তিনি আরও বলেন, “রাস্তার টাকা, জলের টাকা, বাড়ির টাকা, শৌচাগারের টাকা চুরি করেছে। ২ লক্ষ ৩৯ হাজার কোটি টাকা চুরি করেছে। আমরা বলিনি, সিএজি বলেছে।
এআই নিয়ে দিলীপ ঘোষ বলেন, “ভারত প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে। আর সিপিএম দেড়িতে বুঝলো।”
Social