টুডে নিউজ সার্ভিসঃ উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়-কে শুক্রবার এক্স ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। ফলে এবার থেকে চার জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসাবে থাকবেন বিজেপি প্রার্থীর সঙ্গে। তাঁর পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষও। এমনই খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।
Tags district Politics west bengal
Check Also
একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …
Social