Breaking News

আইপিএস সুখেন্দু হীরা-র দ্বিতীয় বই প্রকাশ

পারিজাত মোল্লাঃ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মঙ্গলবার প্রকাশিত হল অন্ততদন্তমূলক লেখক ‘আইপিএস’ সুখেন্দু হীরা-র দ্বিতীয় বই ‘নারীপাচার যুগে যুগে।’ এদিন বইটির উদ্বোধন করেন সোমা দাস মিত্র (ডিআইজি, সিআইডি)।

এই বইটির প্রকাশক: বি.বি.কুণ্ডু গ্র্যাণ্ডসন্স। কলকাতা বইমেলার স্টল নং ৫০২-এ পাওয়া যাচ্ছে এই বই।

About Prabir Mondal

Check Also

শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হল বাঁকুড়ার ইন্দপুরের পতিরডাঙা গ্রামে। বৃহস্পতিবার মন্দির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *