টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সামনে লোকসভা নির্বাচন তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল জোর করে নেমে পড়েছেন প্রচারে। রবিবার বিকালে বর্ধমান দু’নম্বর ব্লকের বাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজনা সহকারে নির্বাচনী মিছি ও পথসভার আয়োজন করা হয় বাম এলাকায়। এদিন পদযাত্রায় প্রায় হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক পা মেলান এবং শেষে বাম মোড়ে পথসভা থেকে রাজ্য সরকারের প্রতি কেন্দ্র সরকার বিভিন্ন বঞ্চনা তুলে ধরেন বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত নেতৃত্বরা। পাশাপাশি লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে বিপুল ভোটে এই বুথ থেকে লিট দিতে পারেন সেই অঙ্গীকার নেন উপস্থিত কর্মী সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বর্ধমান-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জী, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুন্ঠপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আজাদ রহমান থেকে শুরু করে অঞ্চলের অন্যান্য নেতাকর্মীরা।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বর্ধমান-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জী বলেন, হনুমানের দলেরা মাথায় গেরুয়া ফেটি বেঁধে আমাদের পারমিশন করা জায়গায় ওরা ওদের ফ্ল্যাগ বাঁধছে আমরা যেখানে অভিযোগ করার সেখানে অভিযোগ করেছি কিছুক্ষণের মধ্যেই দেখি ওখানে একটাও ফ্ল্যাগ নেই। তিনি আরও বলেন বাম ও বিজেপি দুজনে মিলে অশান্তির ছড়ানোর চেষ্টা করছে। বাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস কোনো অশান্তি ছড়ায় না, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে।
Social