বর্ধমানে পৌঁছালো অযোধ্যা থেকে আদিনাথের রথ। জৈন ধর্ম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে গত ২০ জানুয়ারি অযোধ্যা থেকে বের হয় এই আদিনাথের রথটি ।গোটা দেশ ঘুরে ফের অযোধ্যায় পৌঁছবে আদিনাথের রথ।আজ কোলকাতা যাবার পথে বর্ধমানে ভক্তদের ডাকে সারা দিয়ে বর্ধমানের উল্লাসের পাশে একটি আবাসনে দাঁড়ায় সেখানে জৈন ধর্মাবলম্বীরা এই রথকে বরণ করে নেন এবং ভক্তদের জৈন ধর্মের পবিত্র বাণী প্রবর্তন করেন। এরপর বিকালে কোলকাতার উদ্দেশ্য রওনা দেয় এই রথ।জানা যায়, ১ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে তারা পুরো পশ্চিমবঙ্গ ও আসাম পরিক্রমা করার উদ্দেশ্যে বৃহস্পতিবার কোলকাতা বেলগাছিয়া থেকে বের হবে।সেখান থেকে আসাম পরে অন্যান্য রাজ ঘুরে ফের অযোধ্যায় পৌঁছবে।জৈনধর্ম হল একটি প্রাচীন ভারতীয় ধর্ম। ধর্মটির আধ্যাত্মিক ধ্যানধারণা ও ইতিহাসের সূত্রপাত ঘটেছিল এই ধর্মের আদি প্রবর্তক হিসেবে কথিত চব্বিশ জন তীর্থংকরের এক পরম্পরার মাধ্যমে। প্রথম তীর্থংকরের নাম ঋষভনাথ। বর্তমানে তিনি “আদিনাথ ভগবান” নামেও পরিচিত। জৈনরা বিশ্বাস করেন, ঋষভনাথ জন্মগ্রহণ করেছিলেন বহু লক্ষ বছর আগে। ত্রয়োবিংশ তীর্থংকর পার্শ্বনাথ খ্রিস্টপূর্ব ৯০০ অব্দ এবং চতুর্বিংশ তীর্থংকর মহাবীর খ্রিস্টপূর্ব ৫০০ অব্দ নাগাদ জন্মগ্রহণ করেন। জৈন ধর্মবিশ্বাসে এই ধর্ম হল এক চিরন্তন ধর্ম এবং তীর্থংকরগণ মহাবিশ্বের প্রতিটি চক্রে মানবসমাজকে পথ প্রদর্শন করার জন্য আবির্ভূত হয়ে থাকেন।
Tags burdwan district west bengal
Check Also
রেলের সবটাই কি বাণিজ্যিক! প্রশ্নের মুখে রেলের মানবিকতা
টুডে নিউজ সার্ভিসঃ ব্যান্ডেল- কাটোয়া লাইনের পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেল স্টেশনে এক মহিলা কে …
Social