টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কাকিমার সাথে অবৈধ সম্পর্কের জেরে নিজের ভাইপোকে খুনের চেষ্টা করল কাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বর্ধমানের বাবুরবাগ এলাকায়। জানা গেছে বছর খানেক ধরে স্বামীর ভাইপোর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রীর। এই বিষয়ে যুবকের কাকা একাধিকবার তাকে বোঝান। কিন্তু অনেক চেষ্টার পরেও ফল হয়নি। ওই যুবক অবৈধ প্রেমের সম্পর্ক চালিয়ে যান কাকিমার সাথে। অবশেষে এদিন সকালে বাবুরবাগ এলাকায় ভাইপো সেখ আকাশের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা করল কাকা সেখ শুকুর। রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়া। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পলাতক কাকা সেখ শুকুর। বর্ধমান থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেখ শুকুর স্ত্রী এদিন বলেন, “আমি আকাশকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচবো না এবং আমরা বিয়ে করতে চাই। আমার স্বামীকে আমায় ছেড়ে দিতে বলছি আমাদের একটা মেয়ে থাকার জন্য স্বামী ছাড়তে রাজি হচ্ছে না।”
